Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সমাজ কল্যাণ মন্ত্রণালয়

সমাজসেবা অধিদপ্তর

নারায়ণগঞ্জ, সদর উপজেলা , নারায়ণগঞ্জ

 

সিটিজেন চার্টার

কার্যক্রম

আর্থ - সামাজিক উন্নয়ণ সেবা (সুদমুক্ত ঋণ)

সেবা

সেবা গ্রহণকারী

পল­ী সমাজসেবা কার্যক্রম

পল­ী অঞ্চলের দরিদ্র জনগনকে সংগুঠত করে উন্নয়নের মূল স্রোতোধারায় আনয়ন, সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরন এবং দক্ষতা উন্নয়ের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান । ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান, লক্ষ্যভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি ।

আর্থসামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরে তালিকাভূক্ত পল­ী সমাজসেবা কাযর্ডক্রমের কর্মদল সদস্য/ সদস্যা সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন ‘ক’ ও ‘খ’ শ্রেণীভূক্ত দরিদ্রতম ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত; সুদমুক্ত উণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভূক্ত ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পরিবারিক আয় ২৫ হাজার টাকার উর্ধ্বে ।

সামvাজক নিরাপত্তা সেবাঃ

 

 

বয়স্কভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান । এ জন্য ২০০৮- ০৯ অর্থ বছরে নির্বচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ২৫০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদূর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরুষ, যার বর্ষিক গড় আয় অনূর্ধ ৩০০০ (তিনহাজার ) টাকা ।

অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্ক ভাতা কিংবা সরকার কর্তৃক সমাজের নিরাপত্তার জন্য নির্ধরিত হারে অস্চ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান । এ জ্য ২০০৮-০৯ অর্থ বছরে নির্বচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতি মাসিক ২৫০ টাকা হারে ভাতা প্রদান রা হচ্ছে ।

৬ বছরের উর্ধে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না, যিনি চাকুরীজীবি কিংবা পেনশনভোগী নন, প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪,০০০/-( চবিবশ হাজার) টাকার কম ।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি উপবৃত্তি

প্রাখমিক স্তর (১ম - ৫ম)ঃ জন প্রতি মাসেক ৩০০ টাকা ;

মাধ্যমিক স্তর (৬ষ্ঠ - ১০ম শ্রেণীঃ জন প্রতি মাসিক ৪৫০ টাকা ;

উচ্চ মাধ্যমিক স্তর( একাদশ ও দ্বাদ্যশ শ্রেণী)ঃ জনপ্রতি মাসিক ৬০০ টাকা;

উচ্চতর (স্নাতক ও স্নাতকোত্তর)ঃ জনপ্রতি মাসিক ১০০০ টাকা

সরকার কর্তৃক অনুমোদিতক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের উর্ধ্বে প্রতিবন্ধছিাত্র- ছাত্রী, যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬,০০০/- ( ছত্রিশ হাজার ) টাকার নিচে ।

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

সরকার কর্তৃক নির্ধরিত হারে ভাতা প্রদান । ২০০৮-০৯ আর্থ বছরে প্রত্যেকজ অসচ্ছল মুক্তিযোদ্ধাকে মাসিক জনপ্রতি ৯০০ টকা হারে ভাতা প্রদান ।

মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪ টি তালিকার কর্মপক্ষে দুটি তালকায় অন্তর্ভুক্ত, সশস্ত্র্র বাহননী বিভা বং বাংলাদেশ রাইফেল্স্ হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকয় যাদের নাম অন্ত র্ভক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা

এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পনর্বাসন কার্যক্রম

 

 

৫ হাজার থেকে ১৫ হাজার টাকার ক্ষুদ্রঋণ

এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ২০,০০০ (বিশ হাজার) টাকার নিচে ।

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মংম্থারসমূহ নিবন্ধন ও সহায়তাঃ

 

 

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন ও তত্ত্বাবধান

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক সংগঠনের প্রদান , ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ ( নিবন্ধনও নিয়ন্ত্রন) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবা মূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/ প্রতিষ্ঠান/ সংগঠন/বেসরকারী এতিমখানা/ ক্লাব নিবন্ধন

নিবন্ধন প্রাপ্ত সংগঠনের গঠনতন্ত্র বা সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন, সাধারণ ও কার্যকরী পরিষদ অনুমোদন মেয়াদান্তে নব নির্বাচিত কার্যকরী পরিষদ অনুমোদন, নিবন্ধন প্রাপ্ত সংগঠনের কার্য এলাকা একাধিক জেলায় সম্প্রসারণের অনুমোদন নিবন্ধন প্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে আনীত অভিযোগ নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ, নিবন্ধন প্রাপ্ত সংগঠনসমূহের কার্যক্রম তদারকি ।

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক কার্যক্রমে আগ্রহী সংগঠন , প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা সমিতি ইত্যাদি

 বেসরকারী এতিমখানা ক্যাপিটেশন গ্রান্ট প্রদান

১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন স্নেহ- ভালবাসা ও আদর - যত্নের সাথে লালন পালন আনুষ্ঠানেক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান শারিরিক বুদ্ধি বৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধনাপুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ।

বেসরকারী এতিমখানা ৫-৯ বৎসর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃমাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু ।

সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাসমূহে অনুদান প্রদানে সহায়তা

সমাজসেবা অধিদপ্তর হতে ঘোষিত জাতীয় পর্যায়েংর প্রতিষ্ঠান সমূহে অনুদান

বার্ষিক ৫০ হাজার  হতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা অনুদান, শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদে সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান রোগী কল্যাণ সমিতি সমীহের জন্য ৫০ হাজার হতে ২ লক্ষ টাকা অনুদান নিবন্ধন প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের জন্য ৫ হাজার হতে ২০ হাজার টাকা সাধারণ অনুদান এবং আয়বর্ধক কর্মসূচির জন্য সরর্ব্াচ্চ ১ লক্ষ টাকা অনুদান, প্রতিষ্ঠান/ সংগঠন/সংস্থা/দুঃসবথ ব্যক্তিদের বিশেষ সর্বোচ্চ ২৫ হাজার টাকা অনুদান, আকষ্মিক দুর্ঘটনা বা প্রাকৃতিক দূর্যোগের জন্য জন প্রতি সর্বোচ্চ ১,০০০/- ।

সমাজ কল্যাণ পরিষদ থেকে নিম্ন লিখিত প্রতিষ্ঠান/সংগঠনকে অনুদান প্রদান করা হয় । জাতীয় পর্যায়ের সে্চ্ছাসেবী সংগঠন, শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদ,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান দরিদ্র/ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিবন্ধনপ্রাপ্ত সাধারন স্বেচ্ছাসেবী সংগঠন ।